ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি

মায়ের কোলে ফিরল শিশু সায়ান

দু’দিন পর শিশু সায়ানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত তার পরিবার ও স্বজনেরা। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

s-4
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম উপহারসামগ্রীসহ শিশুটিকে স্বজনদের হাতে তুলে দেন | ছবি : নয়া দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ানকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) গাজীপুরের শ্রীপুর থেকে শিশুটিকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) রাত ১১টার দিকে শিশুটিকে ঠাকুরগাঁও সদর থানায় আনা হয়। পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম উপহারসামগ্রীসহ শিশুটিকে স্বজনদের হাতে তুলে দেন।

এদিকে দু’দিন পর শিশু সায়ানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত তার পরিবার ও স্বজনেরা। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, ‘বুধবার (১২ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ঢাকার গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রাম থেকে ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া শিশু সায়ানকে উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ গাজীপুর ও র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এ সময় এই চুরির ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়।’

আটক হওয়া চারজন হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের সোনালী আক্তার শিরিন (২০), তার স্বামী একই গ্রামের মো: রাজু কবিরাজ (২২), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো: লিটন মিয়া (৩৫) ও তার স্ত্রী লাভলী বেগম (৩২)।

শিশুটির বাবা শিমুল ইসলাম বলেন, ‘পুলিশ ও র‌্যাবকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অনুরোধ করে বলছি, আসামিরা যাতে কোনোভাবেই ছাড়া না পায়। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই।’

শিশুটির মা হাসি বেগম বলেন, ‘পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী কেউ আমার বাচ্চার জন্য ঘুমাতে পারেনি। তারা অক্লান্ত পরিশ্রম করে আমার বাচ্চাটিকে উদ্ধার করেছে। তারা এভাবেই যেন নিরলসভাবে কাজ করে মানুষের নিরাপত্তা দিতে পারেন। অপহরণকারীরা আমাদের হুমকি দিয়েছেন, তারা অল্পসময়ের মধ্যে জেল থেকে ছাড়া পেয়ে যাবেন। আমি আমার বাচ্চার নিরাপত্তা চাই, পাশাপাশি অপরাধীদের শাস্তি চাই।’

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পারি বাচ্চাটি চুরি করে গাজীপুরে নিয়ে গেছে। তৎক্ষণাৎ আমরা গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাবকে অবহিত করি। পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টারের প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে গাজীপুর র‌্যাব কর্তৃক চুরি হওয়ার শিশু সায়ানকে উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, গত রোববার (৯ মার্চ) দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ইসলাম ও হাসি বেগম দম্পতির দু’ মাস বয়সী সন্তান সায়ানকে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পর দিন সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়। তড়িৎ গতিতে হাসপাতাল থেকে শিশু চুরির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ।

ফুটেজে দেখা যায়, ‘অজ্ঞাত কালো বোরখা পরিহিত এক নারী বাচ্চাটি চুরি করে নিয়ে যাচ্ছেন।’

এ ঘটনায় ওই দিনই ঠাকুরগাঁও সদর থানায় শিশুটির বাবা শিমুল ইসলাম অপহরণের মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাবের মাধ্যমে গাজীপুর থেকে চুরি হওয়া শিশু সায়ানকে উদ্ধার করা হয়।