ঝিনাইদহে সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামের ২ বছরের কারাদণ্ড
প্রতারণা মামলায় ঝিনাইদহের শৈলকুপা মিঞা জিন্না আলম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামকে দু’ বছর তিন মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ
প্রতারণা মামলায় ঝিনাইদহের শৈলকুপা মিঞা জিন্না আলম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামকে দু’ বছর তিন মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১০ মার্চ) দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক রোমানা আফরোজ এ রায় প্রদান দেন।
কারাদণ্ড হওয়া তরিকুল ইসলাম হরিণাকুন্ডু উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ সালে বিএম শাখায় নিয়োগ দেয়ার কথা বলে অধ্যক্ষ তরিকুল একই কলেজের শিক্ষক কোহিনুর আক্তারের কাছ থেকে দু’দফায় ১৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা নিয়েও কোহিনুর আক্তারের পরিবর্তে অন্যজনকে নিয়োগ দেন। প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের জন্য জন্য মিঞা জিন্না আলম ডিগ্রী কলেজের শিক্ষক কোহিনুর ২০২১ সালে অধ্যক্ষ তরিকুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে আসামি তরিকুলকে দু’ বছর তিন মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
আসামিপক্ষে অ্যাডভোকেট রবিউল ইসলাম ও বাদী পক্ষে অ্যাডভোকেট মাহফুজুর রহমান বুলু মিয়া মামলাটি পরিচালনা করেন।