সাভারে পাওয়ার গ্রিডে আগুন

আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরো একটি ইউনিট সেখানে যায়।

নয়া দিগন্ত অনলাইন
সাভারে পাওয়ার গ্রিডে আগুন
নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট | ছবি : সংগৃহীত

সাভারের আমিন বাজারের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে সাভারের আমিনবাজার ৪০০/২৩০ কেভি সাবস্টেশনে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে ৯টি দমকল ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান শিকদার জানান, আমিন বাজারের আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরো একটি ইউনিট সেখানে যায়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

বিষয়সমূহ