সিলেট সীমান্তে সাম্প্রতিক সবচেয়ে বড় চোরাইপণ্যের চালান আটক
বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস, জিরা, মাল্টাসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়। জব্দ এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি টাকা।

এমজেএইচ জামিল, সিলেট
সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে সাম্প্রতিক কালের সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে বিজিবি।
বুধবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় বড় ধরনের অভিযান চালিয়ে ১২ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করা হয়। সিলেট সীমান্তে এটাই ছিল সবচেয়ে বড় চালান যা বিজিবি জব্দ করেছে।
বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, বুধবার বিজিবির ৪৮ সিলেট ব্যাটালিয়ন গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস, জিরা, মাল্টাসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়। জব্দ এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেছেন, 'ঊর্ধ্বতন সদর দফরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং চোরাচালানীর পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।