কুষ্টিয়ায় পুলিশ সদস্য হত্যা মামলার প্রধান আসামি ইয়ারুল গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে দুই পুলিশ সদস্য হত্যা মামলার প্রধান আসামি ইয়ারুল শেখ গ্রেফতার করেছে।

Kustia
কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি ইয়ারুল শেখ | নয়া দিগন্ত

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের পদ্মা নদীতে দুই পুলিশ সদস্য হত্যা মামলার প্রধান আসামি ইয়ারুল শেখকে গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বের কালোয়াতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইয়ারুল কুমারখালি থানার বের কালোয়া গ্রামের মরহুম বদর উদ্দিন শেখের ছেলে।

জানা যায়, গতবছর ২৮ অক্টোবর কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল আসামি ধরতে পদ্মানদীতে গেলে ইয়ারুলের নেতৃত্বে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়। ২৯ অক্টোবর কুমারখালী থানায় ইয়ারুলকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়। মামলা নম্বর ২৩।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখের নির্দেশনায় এএসআই মার্জান উপজেলার বের কালোয়াতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি ইয়ারুলকে গ্রেফতার করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার ইয়ারুল শেখ দুইজন পুলিশ সদস্য হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের কাছে সোপর্দ করা হবে।