গৌরনদীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ২ ভ্যান আরোহী নিহত

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: বিপুল হোসেন জানিয়েছেন, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও একজন যাত্রী মহাসড়কের মধ্যে পড়ে যান।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

স্থান

গৌরনদী

Van
দুর্ঘটনাকবলিত ভ্যান | নয়া দিগন্ত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা বাসস্ট্যান্ড নামক এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একটি ভ্যানের চালক ও একজন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানযাত্রী আব্দুর রাজ্জাক ঘরামী গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা। আর ভ্যানচালক স্বপন খান কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: বিপুল হোসেন জানিয়েছেন, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও একজন যাত্রী মহাসড়কের মধ্যে পড়ে যান।

স্থানীয়দের কাছে এ খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত ওই দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।