মোহাম্মদ শাহজাহান

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত

‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরোনো ইতিহাস মুছে দিয়ে দেশের জন্য কাজ করবে এমন দেশপ্রেমিক লোকদের দিয়ে সংসদ গঠন করতে হবে।’

khagrachori

খাগড়াছড়ি প্রতিনিধি

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘নতুন এক বাংলাদেশ গড়তে আমাদের বীর সন্তানরা যে ত্যাগ ও কোরবানি দিয়েছে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করতে হবে।’

তিনি বলেন, ‘কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না। ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে ব্যর্থ করার জন্য দেশের ভেতর এবং বাহির থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরোনো ইতিহাস মুছে দিয়ে দেশের জন্য কাজ করবে এমন দেশপ্রেমিক লোকদের দিয়ে সংসদ গঠন করতে হবে।’

তিনি সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘এ পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন হলে মানসম্পন্ন সংসদ গঠন হবে। দেশের সবচেয়ে যোগ্য মানুষগুলো সংসদে যাবে। নির্বাচনে হানাহানি ও কালো টাকার ছড়াছড়ি বন্ধ হয়ে যাবে। তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নির্বাচন করে ব্যতিক্রমধর্মী সংসদ গঠন করতে চাই।’

মোহাম্মদ শাহজাহান আরো বলেন, ‘জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ অতীতে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের পাঁচ বছরের দায়িত্ব পালনের সময়ে কোনো প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি কেউ খুঁজে বের করতে পারেনি। তারা আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করেছেন বলেই দুর্নীতির দেশে পাঁচ বছর তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে গোটা দুনিয়ার কাছে প্রমাণ করে দিয়েছেন ইসলাম যাদেরকে তৈরি করে তাদের সাথে দুর্নীতির কোনো সম্পর্ক থাকে না। জামায়াতে ইসলামী তথা ইসলামী আন্দোলন যাদেরকে তৈরি করে তারা কোনো আমানত খেয়ানত করতে পারে না।’

তিনি বলেন, ‘রমজানের শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক সমাজ গঠন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সকলের জন্য কল্যাণমূলক, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে।’

এ সময় জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের পরিচালনায় ও জেলা আমির অধ্যাপক সৈয়দ মো: আব্দুল মোমেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীসহ জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি ও বিশিষ্টজনরা।