রংপুরে শ্রমিক খোরশেদ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
আইনজীবীপক্ষের আইনজীবী জহিরুল আলম জানান, ‘রায়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। আমরা কপি তুলে পুরো রায় পর্যক্ষেণ করে আপিল করব।’
স্থান
রংপুর

রংপুরের কাউনিয়ায় চাঞ্চল্যকর কোল্ড স্টোরেজ শ্রমিক খোরশেদ আলম হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রংপুরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, কাউনিয়া থানার শ্যামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর এলাকার আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা এলাকার শাহাজামাল হ্যালোর ছেলে ইউনুছ আলী ও শ্যামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আফতাব উদ্দিন জানান, ‘পাওনা টাকা নিয়ে বিরোধের জের ছিল কাউনিয়ার শ্যামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলামের সাথে একই এলাকার খোরশেদ আলমের। খোরশেদ স্থানীয় ভরসা ভরসা কোল্ড স্টোরেজের শ্রমিকের কাজ করতেন। ২০২০ সালের ২০ মার্চ রাত ১১টার দিকে ভরসা কোল্ড স্টোরেজ থেকে খোরশেদ আলমকে কৌশলে ডেকে নিয়ে মীরবাগ ডিগ্রি কলেজের টিনশেড বিল্ডিংয়ের পিছনে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর সেখানে লাশ আম গাছের ডালের সাথে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।’
এঘটনায় নিহতের মা খোদেজা বেগম কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ জেরা শেষে বিচারক রায় দেন। রায়ে কাউনিয়ার শহিদুল ইসলাম, রাসেল মিয়া, ইউনুছ আলী ও মামুন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়। এছাড়াও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
রায়ের সময় এজলাসে উপস্থিত ছিলেন আসামিরা।
আইনজীবীপক্ষের আইনজীবী জহিরুল আলম জানান, ‘রায়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। আমরা কপি তুলে পুরো রায় পর্যক্ষেণ করে আপিল করব।’