বাউফলের শ্রমিকদের মধ্যে ফুট প্যাকেট বিতরণ
বাউফলের শ্রমিকদের মধ্যে ফুট প্যাকেট বিতরণ

ঈদের আগে বাউফলের শ্রমিকদের মধ্যে ফুট প্যাকেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ৮ নম্বর ওয়ার্ডস্থ বাংলাবাজার এলাকায় উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল শাখার উদ্যোগে এই ফুট প্যাকেট বিতরণ করা হয়। শতাধিক শ্রমিক এই উপহার পেয়ে আনন্দিত হন।
প্রতিটি ফুট প্যাকেটে চাল, আলু, পিঁয়াজ, তেল, চিনি, মসুর ডাল, সেমাই, দুধ, খেজুরসহ ১১ ধরণের খাদ্য সামগ্রী ছিল।
এ সময় উপজেলা আমির মাওলানা মুহাম্মদ ইসাহাক মিয়া, উপজেলা নায়বে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম নজরুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মুহা: আতিকুল ইসলাম নজরুল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে ড. মাসুদ নাজিরপুরের এক অসহায় শ্রমিককে একটি অটোরিকশা প্রদান করেছিলেন এবং জামায়াতের কার্যালয়ে ইফতার মাহফিলে বক্তব্য রেখেছিলেন।