গাজীপুরে ২ পোশাককারখানার শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

‘স্বাধীন গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখায় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

gazipur
ছবি : নয়া দিগন্ত

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

গাজীপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে দু’টি পোশাককারখানার শ্রমিকরা অবরোধ ও বিক্ষোভ করেছে। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মহানগরীর কোনাবাড়ি ও নগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, কোনাবাড়ী এলাকার স্বাধীন গার্মেন্টস কারখানার শ্রমিকদের পাওনা ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসের ২০ তারিখে এবং ঈদ বোনাস ২৭ মার্চ তারিখে পরিশোধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। কিন্তু চলতি মাসের বেতন কবে দেয়া হবে সেই সিদ্ধান্ত দেয়া হয়নি। বুধবার শ্রমিকরা ওই সিদ্ধান্ত কারখানা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বৃহস্পতিবার জানিয়ে দেয়া হবে বলে জানায়।

বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে চলতি মাসের বেতন কবে দেয়া হবে জানতে চায় কারখানা কর্তৃপক্ষের কাছে। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দেয়ায় বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। একপর্যায়ে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়ালসড়কের পূর্বপাশে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারী শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে দুপুর পৌনে ১২টার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘স্বাধীন গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখায় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

এদিকে বিকেলে মহানগরীর নগপাড়া এলাকার এস এস সুয়েটার কারখানার শ্রমিকরা এক মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। একপর্যায়ে বিকেল ৪টার দিকে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দিয়ে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, ‘উভয় কারখানার শ্রমিকরা বেতন-ভাতা ও ঈদ বোনাসসহ পৃথক দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা করে অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়কের উপর থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’