খুলনার শাহপুরে গাছ থেকে পড়ে মৃত্যু

ডুমুরিয়ায় তেঁতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছেন নাজিম মোড়ল (৫৬)।

Khulna-Map
খুলনার শাহপুরে গাছ থেকে পড়ে মৃত্যু | নয়া দিগন্ত

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

ডুমুরিয়ায় তেঁতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত নাজিম মোড়ল (৫৬) মারা গেছেন।

মঙ্গলবার রাত ১১ টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নাজিম মোড়ল ডুমুরিয়ার শাহপুর গ্রামের মরহুম খালেক মোড়লের ছেলে।

এর আগে গত ৪ মার্চ নাজিম মোড়ল তেঁতুল পাড়তে গিয়ে মারাত্মকভাবে আহত হন।

নাজিম মোড়ল মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে তেঁতুল পাড়তে গাছে ওঠেন। শাহপুর গ্রামের ইজ্জত আলী ঐ গাছের তেঁতুল কিনে তাকে গাছে ওঠায়। একপর্যায়ে সে গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৯ দিন চিকিৎসার পর নাজিম মোড়ল ১১ মার্চ রাত ১১টায় মারা যান।