লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
বক্তারা বলেন, আওয়ামী লীগ অ্যাসাইনমেন্ট দিয়ে লাকি আক্তারকে দিয়ে আবারো ২০১৩ সালের শাহবাগ তৈরি করে বাংলাদেশকে ফ্যাসিবাদের মধ্যে নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে।

রংপুর ব্যুরো
শাহবাগীদের অপতৎপরতা বন্ধ এবং লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এ সময়- ‘ল তে লাকি তুই হাসিনা তুই হাসিনা’, ‘শাহবাগীদের আস্তানা বাংলায় হবে না’, ‘ওয়ান টু থ্রি ফোর শাহবাগী নো মোড়’, স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিলটি পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর ঘুরে আবারো প্রধান ফটক এসে শেষ হয়।
সেখানে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির সদস্য সচিব রহমত আলী, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শামসুর রহমান সুমন, জাহিদ হাসান জয়, আলবীর, মো: সাকিব হাসান।
বক্তারা বলেন, আওয়ামী লীগ অ্যাসাইনমেন্ট দিয়ে লাকি আক্তারকে দিয়ে আবারো ২০১৩ সালের শাহবাগ তৈরি করে বাংলাদেশকে ফ্যাসিবাদের মধ্যে নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে। কুড়ি ঘণ্টা হতে চলেও লাকি আক্তার গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। বলেন, লাকি এবং শাহবাগীদের গ্রেফতার করা না পর্যন্ত তাদের আন্দোলন চলবে।