গফরগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মো: ইমরান হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

beaten-600
গফরগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যা | নয়া দিগন্ত

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মো: ইমরান হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পৌরশহরের শিলাসী কড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন পৌর শহরের আশ্রয়ন প্রকল্পের ১৮নং ঘরের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মালেক।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান হোসেনের সাথে হাসপাতাল রোড এলাকার মাদক ব্যবসায়ীদের বিরোধ সৃষ্টি হয়। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে চলে যায় তারা। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।