গৌরনদী জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদী উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদী উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে গৌরনদী আল-হেলাল ইসলামিয়া দাখিল মাদরাসার হলরুমে উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আল-আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা নায়েবে আমির ড. এস এম মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য ও বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী মডেল থানার ওসি মো: ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো: আমিনুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।