সিলেটে সাংবাদিকদের নিয়ে শিবিরের ইফতার মাহফিল
সোমবার (১০ মার্চ) নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সিলেটে অবস্থানরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।
স্থান
সিলেট

এমজেএইচ জামিল সিলেট ব্যুরো
সিলেটে কর্মরত সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল করেছে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। সোমবার (১০ মার্চ) নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সিলেটে অবস্থানরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ড. নুরুল ইসলাম বাবুল।
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। গত জুলাই বিপ্লবে সাংবাদিকদের ভূমিকা ছিলো সম্মুখ যোদ্ধার মত। তিনি বলেন, সাংবাদিকরা তুলে ধরবেন, ছাত্রশিবির ভুল করলে ছাত্রশিবিরের বিপক্ষেও লিখবেন। তিনি সাংবাদিকদের দেশ গড়ায় ভূমিকা রাখার আহ্বান জানান ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সাংবাদিক কবীর আহমদ সোহেল, কবির আহমদ, মঈন উদ্দীন, গোলজার আহমদ হেলাল প্রমূখ।
উপস্থিত সাংবাদিক নেতারা ছাত্রশিবিরের আয়োজনের প্রশংসা করে বলেন, দীর্ঘ জুলুম ও ফ্যাসিবাদের নির্যাতন পেরিয়ে ছাত্রশিবিরের সুশৃঙ্খল আয়োজন আমাদের মুগ্ধ করেছে। তারা আরো বলেন, গত ১৫ বছর ছাত্রশিবির মিডিয়ার মাধ্যেমে সবচেয়ে বেশি মিথ্যাচারের শিকার হয়েছে। নেতৃবৃন্দ ছাত্রশিবিরের কাছে আরো বেশি গঠনমূলক কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।