খাগড়াছড়িতে ১৮টি অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ
‘জেলায় ৪৯টি ইটভাটার মধ্যে ৩১টি আগে থেকেই বন্ধ ছিল। আজকের অভিযানে বাকি ১৮টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।’

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলায় অভিযান চালিয়ে অবৈধ সব ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে অভিযান চালিয়ে সদরসহ মাটিরাঙা, রামগড়, পানছড়ি, গুইমারা উপজেলায় মোট ১৮টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়িতে সকাল থেকে অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম শুরু করা হয়। দিনব্যাপী অভিযানে সবগুলো ইটভাটা বন্ধ করা হয়।
অভিযান শেষে আগামী ১৭ মার্চ সোমবার হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হবে।
তিনি আরো বলেন, এ জেলায় ৪৯টি ইটভাটার মধ্যে ৩১টি আগে থেকেই বন্ধ ছিল। আজকের অভিযানে বাকি ১৮টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন উপজেলায় একাধিক অভিযান চালিয়ে ইটভাটা মালিককে জরিমানা ও অস্থায়ীভাবে বন্ধ করা হলেও এবার সবগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়।