মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

ACSIDEDENT
প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের ভাতিজা আব্দুল্লাহ আল শামীর (১৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার মুখইর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল শামী মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের চাচাতো ভাই বিমানের ছেলে ও ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহতরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, নিহত আব্দুল্লাহ আল শামী তার ছোট ভাইসহ অন্যদের নিয়ে নিজে প্রাইভেট কার চালিয়ে ভ্রমণে যান। সেখান থেকে ফেরার পথে নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ে পৌঁছালে সড়ক ভাঙা থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয় এবং অন্যরা আহত হন। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল শামীকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি যেহেতু একটি সড়ক দুর্ঘটনা সেহেতু আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।