মাগুরায় শিশু ধর্ষণ : মধ্যরাতে শুনানি, ৪ আসামির রিমান্ড মঞ্জুর
মাগুরায় শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মাগুরায় শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন শিশুটির দুলাভাই সজিব শেখ, তার ভাই রাতুল, তাদের বাবা হিটু শেখ ও মা জাবেদা বেগম।
নিরাপত্তার কারণ দেখিয়ে রোববার (৯ মার্চ) মধ্যরাতে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিন এই আদেশ দেন।
মাগুরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মতিন রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিদের আত্নপক্ষ সমর্থনের সুযোগ দেন। আসামিরা এ সময় নিজেদের নির্দোষ দাবি করেন। আদালত উভয়পক্ষের বক্তব্য শেষে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বোনের শ্বশুর হিটু শেখকে সাত দিন ও বোনের জামাই সজিব, ভাসুর ও শ্বাশুড়িকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী দাড়াতে দেয়া হয়নি।
এ ব্যাপারে মাগুরা জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর বলেন, আসামিদের শাস্তির দাবিতে দিনভর আদালত চত্বর ও শহরের ভায়না মোড় এলাকায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা। নিরাপত্তার বিষয়টি চিন্তা করে গভীর রাতে আসামিদের হাজির করে রিমান্ড শুনানি করা হয়। মাগুরা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এই মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী নিযুক্ত হতে পারবেন না বলে সকলেই একমত হয়।