গাজীপুরে ৪ ঘণ্টার অবরোধের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

স্থান

গাজীপুর

গাজীপুর
গাজীপুরে ৪ ঘণ্টার অবরোধের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে | নয়া দিগন্ত

গাজীপুরের বাঘের বাজার এলাকায় শ্রমিকদের বিক্ষোভের জেরে চার ঘণ্টা অবরোধের পর ফের স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। বুধবার সকাল ৮টা থেকে স্থানীয় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করেন, যা দুপুর ১২টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার করা হয়।

শ্রমিকদের দাবি, তাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) ছুটির আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর রাত ৯টায় বাড়ি ফেরেন। বুধবার ভোরে কারখানায় ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাকে নিজেদের কর্মী হিসেবে স্বীকার না করায় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা শুধুমাত্র তামান্নার স্বীকৃতির দাবিতেই সীমাবদ্ধ থাকেননি, তারা বেশ কিছু দাবিও উত্থাপন করেন। যার মধ্যে ছিল কারখানার ডিউটির সময় সকাল ৬টা থেকে পরিবর্তন করে ৭টা করা। বিকেল ৫টার মধ্যে ছুটি নিশ্চিত করা। ইফতারের পর অতিরিক্ত ডিউটি বাতিল করা। ঈদের ছুটি ১০ দিন করা। ১০ তারিখের মধ্যে ঈদ বোনাস পরিশোধ করা।

গাজীপুর শিল্পপুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার পর সমঝোতা হয়। এরপর দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে কালিয়াকৈরের গ্লোবাস কারখানার শ্রমিকরা মৌচাক এলাকায় সকাল ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকাগুলোতে যান চলাচল স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাস দেয়া হয়েছে। তবে শ্রমিকরা বলছেন, দাবি না মানা হলে তারা আবারও কঠোর কর্মসূচি দিতে পারেন।