তীব্র গরম
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছাড়াল ৩৭ ডিগ্রি
৩৭ ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ অস্বাভাবিক গরমে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন রোজাদাররা। প্রচণ্ড রোদের কারণে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, কর্মজীবী মানুষকেও গরমের তীব্রতায় নাজেহাল হতে হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রচণ্ড রোদে গরমের তীব্রতা বাড়ছেই চুয়াডাঙ্গায়। মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা চলতি বছরের সর্বোচ্চ। এক দিনের ব্যবধানে দু’ ডিগ্রি বৃদ্ধি পাওয়ায় জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে।
অস্বাভাবিক গরমে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন রোজাদাররা। প্রচণ্ড রোদের কারণে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, কর্মজীবী মানুষকেও গরমের তীব্রতায় নাজেহাল হতে হচ্ছে।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। তবে আজ তা বেড়ে ৩৭ ডিগ্রিতে পৌঁছায়।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গত বছর একই দিনে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১২ মার্চ) ছিল ৩৫.৩ ডিগ্রি, আর ১১ মার্চ ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আগামী কয়েক দিন তাপমাত্রা আরো বাড়তে পারে।
তিনি বলেন, ‘গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রির মধ্যে ছিল, যা আজ বেড়ে ৩৭ ডিগ্রি হয়েছে। এমন আবহাওয়া আরো কয়েক দিন থাকতে পারে।’