নাটোরের সিংড়ায় আগুনে পুড়ল ৫ বসতঘর
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পুর্নবাসনে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

নাটোরের সিংড়ায় আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে পাঁচটি বসতঘর।
শুক্রবার (৭ মার্চ) রাত ৮টার দিকে সিংড়া পৌরসভার নিঙ্গুইন ভাটোপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, স্থানীয় কৃষক মুজবর রহমানের বাড়িতে বৈদ্যুতিক ড্রপতার থেকে শর্ট সাকিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ভস্মিভূত হয় মালামালসহ পাঁচটি বসতঘর।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পুর্নবাসনে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। সূত্র : ইউএনবি