শাহজাদপুরে হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু
রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

রাজধানীর ভাটারা শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার ১২টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্র এ খবর জানিয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে ১২টায় সৌদিয়া হোটেলের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের ছয়তলা থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। একজনের লাশ বাথরুমের ভিতরে এবং তিনটি সিঁড়ির গোড়ায় ছিল। সিড়ির দরজা তালা মারা ছিল।
তিনি জানান, ছয়তলা ভবনের দ্বিতীয়তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বারিধারা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট।