নতুন ৮ বইয়ের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেড (এপিএল) প্রকাশিত পাঁচটি, বিসাইআইটি পাবলিকেশন্স (মিলি) প্রকাশিত একটি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট প্রকাশিত দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

নতুন ৮ বইয়ের মোড়ক উন্মোচন
নতুন ৮ বইয়ের মোড়ক উন্মোচন | ছবি : নয়া দিগন্ত

অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেড (এপিএল) প্রকাশিত পাঁচটি, বিসাইআইটি পাবলিকেশন্স (মিলি) প্রকাশিত একটি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট প্রকাশিত দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দি উদ্যানে গ্রন্থ উন্মোচন মঞ্চে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

এপিএল প্রকাশিত বইগুলো হচ্ছে স্মার্ট শিল্প; নৈতিক ও প্রযুক্তি; নারীবাদ, হিজাব ও বিজ্ঞান; আইডিয়াল টিচার; দ্য আর্কিটেক্ট ধারা।

বিপির প্রকাশিত বই হচ্ছে- শিশুর মনস্তত্বে শিক্ষার প্রভাব; শিক্ষার উন্নয়নে নৈতিকতা; হিউম্যান ক্যাপিটাল; একাডেমিক গবেষণা পদ্ধতি এবং ইসলামী ক্যালিগ্রাফির বিকাশ; আধ্যাত্মিক ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি।

বিআইআইটি প্রকাশিত বই দু’টি হচ্ছে ‘আন্তঃধর্মীয় সংলাপ : বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপট এবং ‘টেরোরিজম অ্যান্ড জিহাদ’; এনালাইটিক্যাল স্টাডি ফ্রম ইসলামিক অ্যান্ড সিকিউরিটি পার্সপেক্টিভ।

প্রেস বিজ্ঞপ্তি