বই পরিচিতি
ছোট ভাবনার বড় সম্ভাবনা: কোয়ান্টাম ভাবনা ফিউশন
বইয়ের ভূমিকায় গভীর নীরবতায় ডুবে মন-বিপ্লব ঘটানোর আহ্বান জানানো হয়েছে পাঠকের প্রতি। কোনো কোনো বাণীতে প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছে- আপনি কেন জন্মেছেন? বেঁচে থাকার এই কারণ জানতে হবে।

জীবন পরিবর্তনে বড় কিছুর প্রয়োজন নেই। ছোট্ট একটি কথা কিংবা একটি বাণীই হতে পারে যথেষ্ট! ‘কোয়ান্টাম ভাবনা ফিউশন’ মূলত আলোকিত জীবনের পথে এমন শতাধিক বাণীরই সংকলন। নীল-সাদা প্রচ্ছদে ছোট্ট এই পুস্তিকাটি দৃষ্টিনন্দন। সহজে বহনযোগ্য। চাইলে পকেটেই রাখা যায়। ১২৮ পৃষ্ঠা। সহজ ভাষা। সহজবোধ্য। বইয়ের ১১৯টি বাণী পাঠ করতে করতেই পাঠকের উপলব্ধিতে নাড়া দেবে নিশ্চিত। বইটি লিখেছেন শহীদ আল বোখারী মহাজাতক। যিনি বাংলাদেশে বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার পথিকৃৎ।
বইয়ের ভূমিকায় গভীর নীরবতায় ডুবে মন-বিপ্লব ঘটানোর আহ্বান জানানো হয়েছে পাঠকের প্রতি। কোনো কোনো বাণীতে প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছে- আপনি কেন জন্মেছেন? বেঁচে থাকার এই কারণ জানতে হবে। এর উত্তর পেলেই জীবন হয়ে উঠবে ছন্দময়। পথচলা পথিকের কানে কানে হয়তো কোনো বাণীতে বলা হবে- গন্তব্যে তারাই পৌঁছায় যারা লক্ষ্যে অবিচল থাকে। আবার আশাবাদ ও বিশ্বাসের পার্থক্য ফুটে উঠবে কোনো কোনো বাণীতে। বাণীগুলো পাঠকের প্রয়োজন অনুযায়ী উপলব্ধিতে নাড়া দেবে। ভাবিয়ে তুলবে। ভাবনার ঢেউ ঘটাবে নীরব মুহূর্তে। তাই বইটি পড়তে পড়তেই আপন রঙে রঙিন হতে পারে যেকোনো পাঠকের জীবন।
বইটি প্রকাশ করেছে দেশের অন্যতম সেবামূলক সঙ্ঘ কোয়ান্টাম ফাউন্ডেশন।
আমি চিন্তা করতে পারি, সংযম করতে পারি, অপেক্ষা করতে পারি, ভালবাসতে পারি এবং নিঃস্বার্থ সেবা দিতে পারি-এই পাঁচটি পারা’য় বিশ্বাস করতে পারা তরুণদের উদ্দেশে বইটি উৎসর্গ করা হয়েছে।
বইটির মূল্য ৫৫ টাকা। বই থেকে প্রাপ্ত আয়ের অর্থ সৃষ্টির সেবায় নিবেদিত। বিজ্ঞপ্তি।